ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। গত বছরের শেষের দিকে নতুন প্রেমের খবরে শোরগোল তুলেছিলেন তিনি। এরপর থেকে রাখঢাক তো দূরের কথা প্রেমিকের সঙ্গে পাহাড়-জঙ্গল ঘুরে ঘুরে কাটাচ্ছেন মুহূর্ত। এবার সব চমককে পেছনে ফেলে জানান দিলেন, এবার তারা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। কিন্তু পাত্র কে?ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ে করতে চলেছেন মধুমিতা।এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি বিয়ের তারিখটা এখনই জানাতে চাইছি না। এটা একটু আড়ালে রাখতে চাইছি। কিন্তু খুব শিগগির আমার বিয়ে’।বিয়ের ভেন্যু চূড়ান্ত হওয়ার কথা স্মরণ করে মধুমিতা সরকার বলেন, ‘তবে কোনো শপিং বা কিছু এখনও শুরু হয়নি। এগুলো পূজার পর শুরু করব। যেভাবে পুরোটা পরিকল্পনা করা হয়ছে, তাতে আশা করি পূজার পর এক-দেড় মাসের মধ্যে পুরো প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। তবে...