সুযোগ ছিল দলকে এগিয়ে নেওয়ার। কিন্তু যার ওপর ভরসা সবচেয়ে বেশি, সেই লিওনেল মেসিই ব্যর্থ হলেন সুযোগ কাজে লাগাতে। সেই ব্যর্থতার রেশ রইল ম্যাচজুড়ে। ইন্টার মায়ামি আর জালের দেখাই পেল না। প্রতিপক্ষ জিতে গেল বড় ব্যবধানে। তবে দলের অমন পরাজয়ের পর মেসির দিকে আঙুল তুলছেন না কোচ হাভিয়ের মাসচেরানো। মেজর লিগ সকারে শার্লট এফসির বিপক্ষে ম্যাচের ৩২তম মিনিটে পেনাল্টিতে গোল করতে পারেননি মেসি। তার পানেনকা শট সহজেই ধরে ফেলেন গোলকিপার ক্রিস্তিয়ান কালিনা। তখনও পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। ওই পেনাল্টির পরপরই গোল করে এগিয়ে যায় শার্লট। শেষ পর্যন্ত ইন্টার মায়ামিকে উড়িয়ে দেয় তারা ৩-০ গোলে। দলের পরাজয়ের পর মেসির ওই পেনাল্টিতে গোল করতে না পারার যন্ত্রণা আরও তীব্র হওয়ার কথা। তবে অধিনায়ককে মোটেও কাঠগড়ায় তুলছেন না কোচ মাসচেরানো। “আমার মনে হয়,...