ফেরদৌস শিক্ষাজীবন শুরু করেন গ্রামের কিন্ডারগার্টেন স্কুলে। স্কুল শেষ করে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় হাইস্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন। তারপর সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচএসসি পাসের পর ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে তিনি প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯তম ব্যাচের স্নাতকোত্তর পর্বের ছাত্র।গ্রামে থাকাকালীন সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে সোচ্চার ও বিভিন্ন সমাজসেবামূলক ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন ফেরদৌস। পিরোজপুর জেলার রক্তদাতাদের নিয়ে প্রতিষ্ঠিত হওয়া ‘রক্তকণা’-এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এ ছাড়া রেড ক্রিসেন্টের সদস্য, কলেজ জীবনে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে রোহিঙ্গা ও বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ এবং গরিবের জন্য শীতবস্ত্র বিতরণসহ নানা সেবামূলক কাজ করেছেন।বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই তিনি বিভিন্ন অন্যায়, অপশাসন ও অপরাজনীতির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। ছিলেন জুলাইয়ের অভ্যুত্থানের সম্মুখ সারির একজন যোদ্ধা। একাডেমিক ফলাফলে সিজিপিএ ৩ দশমিক ৭০ পেয়ে স্নাতক...