নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে BDS (Bangladesh Digital Survey) নামে একটি আধুনিক ও সম্পূর্ণ ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়েছে। অতীতে CS, SA, RS জরিপে যেসব ভুল হয়েছে, তা সংশোধনের এটাই হতে পারে শেষ সুযোগ। তাই জমির প্রকৃত মালিকদের এখনই সতর্ক না হলে ভবিষ্যতে বড় ধরনের ভোগান্তির মুখে পড়তে হতে পারে। এই জরিপের মাধ্যমে জমির মালিকানা, দখল ও সীমানা ডিজিটালভাবে রেকর্ডভুক্ত হবে, যা ভবিষ্যতে পরিবর্তন করাটা প্রায় অসম্ভব হয়ে যাবে। উত্তরাধিকার সনদসব কিছু একত্রে গুছিয়ে রাখুন। জরিপ টিম তথ্য যাচাইয়ের জন্য এসব চাইবে। শুধু কাগজ থাকলেই হবে না। আপনার জমিতে বাস্তব দখল আছে কি না, সেটাও জরিপে গুরুত্বপূর্ণ।জমি যদি ফাঁকা থাকে বা অন্যের দখলে থাকে, তাহলে আপনার নামে নাম না-ও উঠতে পারে। জরিপ কর্মকর্তাকে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিলে আইনি জটিলতায় পড়তে...