সার আমদানিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করায় কিছু মহল উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশে সার আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট একটি সারের জন্য প্রতিটি দেশে একক মূল্য নির্ধারণ করা হয়েছে, যা সকল আমদানিকারকের জন্য সমভাবে প্রযোজ্য। এতে কারো প্রতি অনুরাগ বা বিরাগ প্রদর্শনের সুযোগ নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের স্বচ্ছ ও দৃঢ় অবস্থানের ফলে সার আমদানিতে অতীতে সক্রিয় কিছু সিন্ডিকেট তাদের উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ফলে এসব মহল এখন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। এতে আরো উল্লেখ করা হয়, জুলাই অভ্যুত্থানের চেতনা ও মূল্যবোধকে ধারণ...