দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্বামী, ব্যবসায়ী ভিকি জৈন। গত ৩ দিন ধরে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিচালক সন্দীপ সিং জানান, এ দুর্ঘটনায় ভিকির ডান হাতে একাধিক কাঁচের টুকরো ঢুকে যায়। ফলে তার হাতে ৪৫টি সেলাই দিতে হয়েছে। তবে কোথায়, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।আরো পড়ুন:শুভর বলিউড যাত্রা, ‘জ্যাজ সিটি’র টিজারে প্রশংসাশাহরুখকে দেখার ইচ্ছা নেই ইব্রাহিমের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ভিকির পাশে ছিলেন অঙ্কিতা। তার ডান হাতের কনুই থেকে কবজি পর্যন্ত পুরোপুরি ব্যান্ডেজ করা। এক ফ্রেমে অঙ্কিতাকে তার মুখ ঢেকে কাঁদতে দেখা যায়। আরেকটি ছবিতে তাকে ভিকিকে পানি খাওয়াতে দেখা গেছে। এক পোস্টে সন্দীপ সিং লেখেন, “যন্ত্রণাদায়ক একটি দুর্ঘটনার পর, যেখানে বহু কাঁচের টুকরো...