১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ পিএম সংসদীয় আসন পুনর্বহাল দাবিতে ভাঙ্গার পর এবার পাবনায় সকাল-সন্ধা হরতালের ডাক দিলো সর্বদলীয় সংগ্রাম কমিটি যা সকাল ছয়টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। হরতাল চলাকালে বেড়া পৌর সদরের সকল ব্যবসা প্রতিষ্ঠান৷ ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শনিবার সকালে বেড়ায় সর্বদলীয় সংগ্রাম কমিটির অস্থায়ী কার্যালয়ে আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই হরতালের ডাক দেয়া হয়। উল্লেখ্য, গত ৪ আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ আসন সংশোধন করে শুধু সাঁথিয়া উপজেলাকে নিয়ে পাবনা-১ আসন করা হয়েছে এবং পাবনা-২ আসনের (সুজানগর...