জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে ১৫ সেপ্টেম্বর। আজ (১৪ সেপ্টেম্বর) প্রসিকিউসনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করে আগামীকাল সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধৈর্যের আবেদন করেন। এরপর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামীকাল এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এই মামলায় গ্রেফতার আটা আসামীর মধ্যে সাত জন তাদের নির্দোষ দাবি করেন তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজ সাক্ষী হতে চান। ট্রাইব্যুনাল তার দোষ স্বীকারের বিষয়টি গ্রহণ করেন। তবে রাজ সাক্ষী হওয়ার আবেদনের বিষয়ে কোন আদেশ দেননি। গত ২ জুলাই এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়ে...