জুলাই সনদের আইনিভিত্তি ও সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী ও সমমনা দল। এরই অংশ হিসেবে আজ রোববার কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ খেলাফত মজলিস। অন্যান্য দল আগামীকাল সোমবার আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। তবে বাংলাদেশ খেলাফত মজলিস ছাড়া অন্য কোনো দল ‘যুগপৎ কর্মসূচির’ বিষয়টি উল্লেখ না করে নিজস্ব কর্মসূচি বলে দাবি করেছে। এছাড়া এনসিপি ও গণঅধিকার পরিষদ জানিয়েছে, যুগপৎ কর্মসূচির বিষয়ে আলোচনা হলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এবি পার্টি জানিয়েছে, এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। গতকাল শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমমনা আট দলের ঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি দল পৃথকভাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচি...