নেত্রকোণার খালিয়াজুরির পাঁচহাট এলাকায় ধনু নদে স্পিডবোট ডুবে নারী শিশুসহ নিখোঁজ ৪ জনের মধ্যে আরও ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে নিখোঁজের প্রায় ৩৬ ঘন্টা পর দুজনের লাশ ভেসে ওঠলে স্থানীয়রা উদ্ধার করে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে পৌনে নয়টার দিকে পাঁচহাট গ্রামের পাশে লাশ দুটো ভাসতে দেখে স্থানীয়রা। খালিয়াজুরি থানার ওসি মকবুল হোসেন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে নিখোঁজ হওয়া স্বপন মিয়ার সাত বছর বয়সের শিশু কন্যা লায়লা আক্তার ও বর রানা মিয়ার বোন শিরিন আক্তার (১৮) । এর আগে শনিবার দুপুরে নোফায়েল মিয়ার মেয়ে সাত বছর বয়সী উষামনির লাশ উদ্ধার হয়। এখনো নিখোঁজ রয়েছে আরও এক শিশু। খালিয়াজুরি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর...