বর্ষা শেষে শরৎ এসেদিলো দোলা প্রাণে,মন ভরে যায় শাপলা-শিউলিপদ্মফুলের ঘ্রাণে। ধূসর সাদা কাশবনেতেবাতাস দিলো দোলা,নয়নাভিরাম শরৎ রানিকরলো আত্মভোলা। কাশবনেতে ধরছে নাচননাচছে হেলেদুলে,ছেয়ে গেছে সবুজ বনটাধূসর সাদা ফুলে। শরৎ মানে কাশফুলের ছোঁয়াহাসি-খুশি আর আনন্দ,শরৎ মানে তালের পিঠাআমার বাসায় নেমন্তন্ন।শরৎ মানে...