বলিউডের অঙ্গনে এমন অভিনেতা খুব কমই আছেন, যিনি একাধারে অভিনয়শিল্পী, গায়ক, উপস্থাপক ও মিউজিশিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আয়ুষ্মান খুরানা তাদেরই একজন। আজ তার জন্মদিন। এই দিনটি কেবল একজন তারকার ব্যক্তিগত আনন্দের দিন নয়, বরং বলিউডপ্রেমীদের জন্যও উদযাপনের উপলক্ষ। কারণ তিনি এক দশকে প্রমাণ করেছেন, ভিন্নধর্মী গল্প আর চরিত্রের মধ্য দিয়েই বড় হওয়া যায়। ছবি: আয়ুষ্মানের ইনস্টাগ্রাম থেকে পাঞ্জাবের চণ্ডীগড়ে জন্ম নেওয়া আয়ুষ্মান প্রথম আলোচনায় আসেন রিয়েলিটি শো ‘এমটিভি রোডাইস’ এর বিজয়ী হয়ে। তবে তিনি সেখানেই থেমে থাকেননি। টেলিভিশনের পর্দা থেকে সিনেমার বড় পর্দায় উঠে আসেন তিনি নিজের প্রতিভার জোরে। তার প্রথম চলচ্চিত্র ‘ভিকি ডোনার’ (২০১২) বলিউডে নতুন ধারা তৈরি করে। স্পার্ম ডোনেশন নিয়ে নির্মিত এই ছবিটি সামাজিকভাবে সংবেদনশীল হলেও আয়ুষ্মান সেটিকে সহজ-সরল হাস্যরসে উপস্থাপন করেন। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার,...