আজ ১৪ সেপ্টেম্বর। বহুজাতিক টুর্নামেন্ট, এশিয়া কাপে ভারত আজ মুখোমুখি পাকিস্তানের। কাকতালীয়ভাবে দেড় যুগ আগে আজকের এই দিনেই এক বিখ্যাত ম্যাচ মাঠে গড়িয়েছিল, সেখানে মুখোমুখি হয়েছিল ভারত আর পাকিস্তান। ম্যাচটা বিখ্যাত, কারণ সেদিনই প্রথম ও শেষ বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখেছিল অদ্ভুত নিয়মের ‘বোল আউট’ টাইব্রেকার। সে বিশ্বকাপের আগে বিসিসিআই টুর্নামেন্টটাকে তো বটেই, ফরম্যাটটাকেও খুব একটা আমলে নেয়নি। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় কিংবা অনিল কুম্বলেদের মতো তারকাদের বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা; ধোনির মতো আনকোরা একজন, যার আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাই মেরেকেটে দেড় বছরের, তাকে অধিনায়ক করে দেওয়া তো সে দিকেই ইঙ্গিত দেয়! বিসিসিআই যেমনই ভাবুক, ধোনি বিষয়টাকে মোটেও হালকাভাবে নেননি। ফরম্যাটটা ছিল একেবারেই নতুন, এমন পরিস্থিতিতে খেলাটার খুঁটিনাটি সব কিছুতেই নজর দিচ্ছিলেন। দেখলেন, ম্যাচ টাই হয়ে গেলে ফলাফল নির্ধারণ...