ঢাকা: নেপালের রাজধানী কাঠমান্ডুর চুচেপাটি এলাকার ভাটভাটেনি সুপারস্টোর থেকে দগ্ধ ছয়টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) উদ্ধার হওয়া এই মরদেহগুলোর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।দেশজুড়ে ছড়িয়ে পড়া জেন-জি আন্দোলনের সহিংস বিক্ষোভের চার দিন পর এই মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহগুলোর মুখমণ্ডল এতটাই বিকৃত যে চেহারা দেখে শনাক্ত করা সম্ভব নয়। তাই পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রস্তুতি নেয়া হচ্ছে।১০ সেপ্টেম্বর, জেন-জেড আন্দোলনের পর দেশব্যাপী অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় সুপারস্টোরটি আগুনে পুড়িয়ে দেয়া হয়। চুচেপাটি শাখা থেকে মৃতদেহগুলো উদ্ধারের সময় ধোঁয়া বের হচ্ছিল। পুলিশ সন্দেহ করছে যে, এই সহিংসতার কারণে অন্য ভাটভাটেনি আউটলেটে মৃতদেহ পাওয়া যেতে পারে। খবর দ্য হিমালয়ান টাইমসের।বিক্ষোভের সময়, ভাটভাটেনির ২১টি আউটলেট ভাংচুর ও লুটপাট করা হয়, যার মধ্যে ১২টি আউটলেট পুড়িয়ে দেয়া হয়।...