শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন। সমন্বিত শিক্ষার্থী জোট থেকে জিএস পদে জয়লাভের পাশাপাশি এজিএস (ছাত্র) পদে ফেরদৌস আল হাসান, এজিএস (ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা এবং ভিপি পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু নির্বাচিত হন।জয়লাভের পর মাজহারুল গণমাধ্যমকে বলেন, সেদিনই সত্যিকারের বিজয় অর্জিত হবে যখন শিক্ষার্থীরা স্বীকৃতি দেবে যে আমরা তাদের ভোট ও আস্থা অনুযায়ী দায়িত্ব যথাযথভাবে পালন করেছি।তিনি আরও বলেন, আগামী দিনে তিনি শিক্ষার্থীদের অধিকার রক্ষায়, মতামতের বৈচিত্র্যকে সম্মান জানিয়ে এবং শান্তিপূর্ণ ক্যাম্পাস প্রতিষ্ঠায় আপোসহীন ভূমিকা রাখবেন।নিউজজি/এসএম জয়লাভের পর মাজহারুল গণমাধ্যমকে বলেন, সেদিনই সত্যিকারের বিজয় অর্জিত হবে যখন শিক্ষার্থীরা স্বীকৃতি দেবে যে আমরা...