বাউফলের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন মোল্লা জানান, ‘সাড়ে ৯ কোটি টাকার প্রাক্কলন পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সংস্কার কাজ শুরু হবে।’ কলাপাড়ার তেগাছিয়া খেয়াঘাট থেকে তুলাতলী চৌরাস্তা পর্যন্ত (৬ কিমি) সড়কের প্রায় ৭৫% কার্পেটিং উঠে গেছে। খানাখন্দে ভরা এ সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্থানীয় চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল বলেন, ‘অনেকবার বলেছি, কিন্তু শুধু বলা হচ্ছে—হবে, বাস্তবে কাজ হচ্ছে না।’ কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান জানান, ‘কলাপাড়ায় ৬৫ কিমি সড়ক এখন জরুরি সংস্কারের অপেক্ষায়।’ দশমিনা উপজেলার বহরমপুর–বেতাগি সড়কের ১০ কিমি অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্ষায় পানি জমে যায়, শুকনো মৌসুমে ধুলাবালিতে চলাচল অসম্ভব হয়ে পড়ে। উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন বলেন, ‘নির্মাণের পর কোনো সংস্কার না হওয়ায় সড়কটির এ অবস্থা। এখনই কাজ না করলে আরও খারাপ হবে।’ গলাচিপা উপজেলা...