১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম মাদরাসা শিক্ষা র্বোড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ২০২৫ খ্রিষ্টাব্দের ২৮ জানুয়ারি সরকারের পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে এ অবস্থান ধর্মঘট। রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান ধর্মঘট পালন শুরু হয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা এসে উপস্থিত হয়েছেন। এসময় প্রায় পাঁচ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম। ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করা হলে ধর্মঘট চালিয়ে যাবেন বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষকরা। তারা বলেন, চলতি বছরের জানুয়ারির ১৯ থেকে ২৮ তারিখ পর্যন্ত আমাদের আন্দোলন চলাকালীন অবস্থায় সরকারের পক্ষ থেকে মাদরাসা ও কারিগরি বিভাগের যুগ্ম...