বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসন ও নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এসময় তারা আগামীকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে তিনি দিনের হরতালের ঘোষণা দেন। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। বাগেরহাট-৪ আসন ফিরে পেতে আগামী ১৫ সেপ্টেম্বর সোম, মঙ্গল ও বুধবার ৩দিনের লাগাতার হরতালের ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-আহবায়ক এমএ সালাম। তবে, দুর্গাপূজাকে সামনে রেখে হরতালের মধ্যেও দোকানপাঠ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।...