কদিন আগে ডাকসু নির্বাচন ও ১৯৮২ সালে বোমা হামলায় আহত হওয়া নিয়ে আমার লিখাটি অনেকে শেয়ার করেছেন দেখলাম। আজ যে অভিজ্ঞতা বর্ননা করব তা আমার জীবনের অন্যতম ট্র্যাজেডি ছিল যা আমি কোনদিন ভুলতে পারবোনা, যদিও এর মাধ্যমে আল্লাহ অনেক ভাল কিছু রেখেছিলেন যা আমি পরে বুঝতে পারি। ১৯৮৮ সালের নভেম্বরে আমি জাহাঙ্গীরনগরের ইংরেজী বিভাগে ক্লাস শুরু করি। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার বেদনাবিধুর কাহিনী ও জাকসু নির্বাচন’ এ শিরোনামে একটি লেখা তার ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও ডাকসুর সাবেক জিএস অধ্যাপক গোলাম আযম রহ. সন্তান সালমান আল আযমী। সংগ্রাম পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো- তিনি লেখেন, “কদিন আগে ডাকসু নির্বাচন ও ১৯৮২ সালে বোমা হামলায় আহত হওয়া নিয়ে আমার লিখাটি অনেকে শেয়ার করেছেন দেখলাম। আজ...