প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি করার জন্য নয়। আজ রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নতুন ভবন হওয়ায় এই সংস্থার অর্জন এখন আরেক ধাপ এগোনো প্রয়োজন। পিকেএসএফ আগের কাঠামো অনেক পরিবর্তন করেছে। বিনিযোগে যেতে এটি আরও বড় আকারে কাজ করতে পারে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও বলেন, এখনকার তরুণদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। কোনো প্রতিষ্ঠানের সঙ্গে নয়, তারা ইনডিভিজ্যুয়ালি কাজ করতে পারছে। প্রযুক্তির কারণে তারা বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারছে। এখন উদ্যোক্তা হওয়ার...