ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তার মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। কুষ্টিয়ায় ফরিদা পারভীনের মরদেহ পৌঁছানোর পর সেখানে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। পরে জেলা কেন্দ্রীয় কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। এর আগে, রবিবার সকাল ১১টার দিকে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ফরিদা পারভীনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। বৈরি আবহাওয়া উপেক্ষা করে সেখানে সংগীতাঙ্গনের অসংখ্য মানুষ ছুটে আসেন। পরিবারের সদস্য থেকে শুরু করে সংগীতসঙ্গী-সবার কণ্ঠেই ছিল শোকের ছাপ। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হয়। ফরিদা পারভীন শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৩ বছর। ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনিজনিত...