
এশিয়া কাপ শুরুর প্রাক্কালে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তার ভবিষ্যদ্বাণী ছিল, বাংলাদেশ সুপার ফোরে যেতে পারবে না। গতকাল জঘন্য পারফর্মেন্সে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে আকাশের কথাই যেন প্রমাণ করে দিয়েছে টাইগাররা। এরপর ফের মুখ খুলেছেন এই বিশ্লেষক। ইএসপিএনক্রিকইনফোর পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে আকাশ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট যেখানে থাকা উচিৎ ছিল, এর চেয়ে অনেক দূরে। হয়ত এই কথায় বাংলাদেশিদের অনেক ঘৃণা পাব। তবে তারা দীর্ঘদিন ধরে এক জায়গায় আটকে আছে। তারা ততটা উন্নতিই করেনি। যতটা এই বছরগুলোতে হওয়া উচিৎ ছিল। টেস্ট খেলুড়ে দল হওয়ার ২০-২৫ বছর পরও যদি এশিয়া কাপ জেতার মতো অবস্থায় না যেতে পারেন তাহলে অবশ্যই কোথাও সমস্যা আছে যা সমাধান করা উচিৎ। তাদের উন্নতিই হয়নি।’ গতকাল বাংলাদেশ মাত্র ১৩৯ রান তুলতে পেরেছে।...