শুভশ্রী গঙ্গোপাধ্যায় মানেই নায়িকা-ইমেজ ভেঙে একের পর এক নতুন পরীক্ষা। বড় পর্দা সামলানোর পাশাপাশি ওটিটিতেও যে তিনি সমানভাবে দাপট দেখাতে পারেন, তার প্রমাণ মিলেছিল ২০২৩ সালে। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ তাঁকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার অন্য এক উচ্চতায়। দুই বছরের মাথায় আবারও ডিজিটাল প্ল্যাটফর্মে ফিরছেন কলকাতার এই নায়িকা। এবার সিরিজের নাম ‘অনুসন্ধান’। অদিতি রায় পরিচালিত এই সিরিজে শুভশ্রী হচ্ছেন এক সাংবাদিক, যিনি এক ভয়ঙ্কর সত্য উন্মোচনে নামবেন। গল্প ঘুরছে জেলবন্দি অন্তঃসত্ত্বা নারীদের রহস্যকে ঘিরে। নো মেকআপ লুক, চোখেমুখে আঘাতের দাগ—একেবারে অন্যরূপে দেখা...