যুক্তরাষ্ট্রের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নেতার স্বীকৃতি পেয়েছেন ইউনিভার্সিটি অব ইলিনয়েস আরবানা-শ্যাম্পেইনের (ইউআইইউসি) বাংলাদেশি বিজ্ঞানী ড. সৈয়দ বাহাউদ্দিন আলম। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের ‘ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন প্ল্যান ২০২৫’ কার্যক্রমে ইউআইইউসি-এর সরকারি প্রতিক্রিয়ার অংশ হিসেবে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। ড. সৈয়দ বাহাউদ্দিন আলম বর্তমানে ইউআইইউসি-এর গ্রেইঞ্জার কলেজ অব ইঞ্জিনিয়ারিং-এর নিউক্লিয়ার, প্লাজমা ও রেডিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। এই স্বীকৃতি উন্নত এআই গবেষণা ও যুক্তরাষ্ট্রের জাতীয় অগ্রাধিকারগুলোর মধ্যে শক্তিশালী সংযোগ স্থাপন করতে সাহায্য করবে। ইউআইইউসি-এর পক্ষ থেকে হোয়াইট হাউসের বিজ্ঞান ও প্রযুক্তি নীতিমালা অফিসে পাঁচজন খ্যাতনামা অধ্যাপককে প্রস্তাব করা হয়, যার মধ্যে ড. আলমের পাশাপাশি রয়েছেন ন্যান্সি অ্যামাটো, বিল গ্রপ্প, ক্লারা নাহরস্টেড্ট ও অ্যানিতা নিকোলিচ। এর মধ্যে বাহাউদ্দিন আলমের অবদানকে বিশেষভাবে তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুসান...