১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। সভায় জেলায় আটা ও মুরগির মূল্যবৃদ্ধি, বাল্যবিয়ে রোধ, মাদক নিয়ন্ত্রণ, আত্মহত্যা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতনসহ সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয় এবং সড়ক যোগাযোগ উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডা. শামীম কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের আমীর এমবি বাকের, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি...