১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দীর্ঘদিন অব্যবহৃত ও অপরিষ্কার অবস্থায় পড়ে থাকা খাল অবশেষে পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভার উদ্যোগে পাটগাতী বাসস্ট্যান্ড থেকে টুঙ্গিপাড়া থানা পর্যন্ত প্রায় ২.২ কিলোমিটার দীর্ঘ খাল কচুরিপানা ও জঙ্গলমুক্ত করার পাশাপাশি রাস্তার পাশের গাছের ডালপালা ছাঁটাই ও জঙ্গল অপসারণ কাজ শুরু হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ফারজানা আক্তার। এ সময় নির্বাহী প্রকৌশলী শাহীনুজ্জামান, সহকারী প্রকৌশলী ইউসুফ আলীসহ পৌর কর্মকর্তারা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসক ফারজানা আক্তার বলেন, খাল পরিষ্কার হলে পৌরবাসী জলাবদ্ধতা ও দুর্গন্ধ থেকে মুক্তি পাবে। খাল ও ড্রেন নিয়মিত পরিষ্কারের পাশাপাশি সৌন্দর্যবর্ধন, আলোকায়ন, হাঁটার পথ ও বসার স্থান তৈরির পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান,...