১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পিএম যশোর-১ শার্শা আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন বলেছেন- সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র এ দেশে আর সফল হবে না। সনাতনী ভাইবোনেরা যেন নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমরা সকল ধর্ম ও বর্ণের মানুষ মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলবো। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পাঠবাড়ি পূজা মন্ডপ প্রঙ্গনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনধর্মাবলম্বী মানুষের নিরাপওা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন-বেনাপোল পৌর পূজা...