রোববার ১৪ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফরিদপুরে সীমানা নির্ধারণ নিয়ে সরকারের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে যারা রাস্তা বন্ধ করে রেখেছেন, তারা আজ বিকেলের মধ্যে রাস্তা থেকে না সরলে ব্যবস্থা নেবে সরকার। এদিকে রোববার সকাল থেকেই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এদিন বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের অন্তত ৮টি স্থানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে...