বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে দ্রুত জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষকরা অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, গত ২৮ জানুয়ারি আমরা সরকারের আশ্বাস পেয়েছিলাম। মাদরাসাগুলো দ্রুত জাতীয়করণের কথা ছিল। কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। দাবি আদায়ে আমরা আন্দোলনে নেমেছি। বরগুনা থেকে আসা শিক্ষক আবু সুফিয়ান বলেন, আমাদের আন্দোলন দীর্ঘদিনের। সরকার থেকে আমরা আশ্বাস পেয়েছিলাম কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আমরা অন্যায় দাবি করছি না, যৌক্তিক...