সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর লুটের ‘মূলহোতা’ ও পদ স্থগিত করা বিএনপি নেতা হাজি সাহাব উদ্দিনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার বিরুদ্ধে আলোচিত সাদা পাথর লুট ছাড়াও সাতটি মামলা রয়েছে। শনিবার রাতে র্যাব-৯ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। সাদা পাথর লুট কাণ্ডে তার নাম আসায় কেন্দ্র থেকে তার দলীয় পদ স্থগিত করা হয়। এরপর দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তে সাদা পাথর লুটেরার তালিকায় সাহাব উদ্দিনের নাম রয়েছে। আটকের পর রাতেই তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। সাহাব উদ্দিনকে আটকের পর র্যাব-৯ রাত ২টা ২৯ মিনিটে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। এতে বলা হয়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়।...