আইএফআইসি ব্যাংক পিএলসি এর বর্তমান পরিচালনা পর্ষদের সফল এক বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ‘পরিবর্তনের পরিক্রমায় এক বছর’ শীর্ষক এক বিশেষ টাউন হল সভার আয়োজন করেন। সভাটি ব্যাংকটির প্রধান কার্যালয়ের মাল্টিপারপাস হল থেকে সরাসরি ও ভার্চুয়ালি অনুষ্টিত হয়। এতে অংশ গ্রহণ করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকগণ ও ব্যাংকের সকল কর্মকর্তাগণ। প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক জনাব মো. এবতাদুল ইসলাম; অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক জনাব কাজী মো. মাহবুব কাশেম, এফসিএ; নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক জনাব মো. গোলাম মোস্তফা। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে অংশগ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফাসহ উপব্যবস্থাপনা পরিচালকগণ,...