ঝালকাঠিতে পাওনা টাকা চাইতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হয়েছেন চার যুবক। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বাঁধন হালদার (৩০), চঞ্চল ঢালী (২৯), সঞ্জয় হালদার (২২) ও হৃদয় গাইন (২২)। তারা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা জানিয়েছেন, প্রায় সাত বছর পূর্বে অধিক মুনফার লোভে গ্রামের পেয়ারা চাষিসহ বিভিন্নস্তরের মানুষ কয়েক কোটি টাকা জমা রাখে নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নের আঁতা সমবায় সমিতিতে। বর্তমানে সমিতি তাদের পাওনা টাকা ফেরত দিচ্ছে না। পাওনা টাকা চাইতে গেলে আঁতা সমবায় সমিতির পরিচালক উত্তম মিস্ত্রি অকথ্য ভাষায় গালি দেয়। এক পর্যায়ে উত্তম মিস্ত্রি ও তার কর্মচারী স্বপন মন্ডল, রিপন ও অঞ্জলী মিস্ত্রি মিলে জিআই পাইপ, চেয়ার ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে চারজনকে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে...