শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারে এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোরের সমীকরণ জটিল হয়ে উঠেছে। প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয় এলেও নেট রানরেটের দিক থেকে আফগানিস্তানের পেছনে আছে টাইগাররা। তার ওপর শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটের হার পরিস্থিতি করেছে আরও কঠিন। লঙ্কানদের বিপক্ষে হারের দিন বাংলাদেশ এমন এক লজ্জার রেকর্ড করেছে, যা এর আগে কেউই করেনি।শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ভয়াবহ অবস্থায় পড়ে বাংলাদেশ। শুরুতেই দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন শূন্য রানে ফিরলে দল পড়ে যায় চাপে। এক পর্যায়ে ৫৩ রানে ৫ উইকেট হারায় টাইগাররা।এরপর জাকের আলী (৪১*) আর শামীম হোসেন (৪২*) ষষ্ঠ উইকেটে ৮৬ রানের জুটি গড়ে কোনোভাবে দলকে টেনে নিয়ে যান লড়াই করার মতো অবস্থানে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান। তবে...