গত ছয় ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে ১১০ মিলিমিটার। সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে ছয় ঘণ্টায় সর্বোচ্চ এ বৃষ্টি রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান। নাজমুল হক বলেন, সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে নিকলিতে সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে রাজধানীতে গত ছয় ঘণ্টায় ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১২৬ মিলিমিটার। আজ সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে...