এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ জয়ের পর ‘নাগিন ডার্বি’তে শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। ইতোপূর্বে দেখা গেছে, দেশ ছেড়ে চলে যাওয়া সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসন পাপন ক্রিকেটারদের উৎসাহ দিতে বিভিন্ন সিরিজ বা টুর্নামেন্টে বিদেশ সফর করতেন। গতকাল দেখা গেল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বাংলাদেশের টিম হোটেলে গিয়ে ক্রিকেটারদের উৎসাহ দিতে। হংকংকে গুঁড়িয়ে দিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ দ্বিপাক্ষিক লড়াইয়ে বাংলাদেশ সিরিজ জিতলেও গতকাল বাজে ব্যাটিংয়ে মাত্র ১৩৯ রান তুলতে পারে। ৩২ বল এবং ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। আবুধাবিতে ম্যাচ শুরুর মাত্র ৬ ঘণ্টা আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশ দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তার এই সাক্ষাতের সময়সূচি দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। কারণ,...