চুরির ঘটনার বিষয়ে ছোট ছেলে আকবর হোসেন খান চৌধুরী বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ। পরে বড় ভাইকে ডেকে তালা খুলি। মায়ের ঘরে গিয়ে দেখি সব তছনছ। আমার দুই বোনের প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার রাখা ছিল। সবই চোরেরা নিয়ে গেছে।কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পিংকু জানান, ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এক রাতের ব্যবধানে স্বর্ণালংকার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত ঘটনাটি তদন্ত করে চোরচক্রকে শনাক্ত ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়েছেন। কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পিংকু জানান, ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এক...