নেপালে চলমান দুর্নীতিবিরোধী গণআন্দোলনের মুখে সরকারের পতনের পর, রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট রাম চন্দ্র পউডেল কর্তৃক সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে। নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল ও মাওবাদী সেন্টারসহ আটটি দলের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের এ পদক্ষেপ সংবিধানের পরিপন্থী এবং বিচার ব্যবস্থার সুপ্রতিষ্ঠিত রীতিনীতির বিরোধী। নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কারকির পরামর্শে প্রেসিডেন্ট পউডেল হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ভেঙে দেওয়ার ঘোষণা দেন, যা আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি হলেও এখন তার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে শুরু হওয়া গণবিক্ষোভ অচিরেই এক ব্যাপক জনআন্দোলনে রূপ নেয়। সংঘর্ষে নিহত হন ৫০ জনেরও বেশি মানুষ। সরকার শেষ পর্যন্ত সেই নিষেধাজ্ঞা তুলে নিলেও, উত্তেজিত জনতার ক্ষোভ...