নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ ডিসেম্বর থেকে বাণিজ্যিক ভূমি নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে বিডার ওয়ানস্টপ সার্ভিস (OSS) প্ল্যাটফর্মে সম্পন্ন করা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। বিডা চেয়ারম্যান বলেন,“সরকারি প্রতিষ্ঠানগুলোতে ম্যানুয়াল পদ্ধতি বন্ধ না হলে ডিজিটাল সার্ভিস কার্যকর হবে না। এজন্য বিডার সব কার্যক্রম ধাপে ধাপে ডিজিটালাইজড করা হচ্ছে। তবে, ডিজিটাল সেবা কার্যকর করতে হলে সেবাগ্রহীতাদের সচেতনতাও বাড়াতে হবে।” তিনি আরও জানান, চলতি বছরের মধ্যেই একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে, যার মাধ্যমে উদ্যোক্তারা একই প্ল্যাটফর্মে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল সেবা পেতে শুরু করবেন। অনুষ্ঠানে বিডার ওয়ানস্টপ সার্ভিস (OSS) প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদপ্তরের ৫টি নতুন সেবা যুক্ত করা হয়। এর...