পূজা মানেই সাজগোজ, নতুন জামাকাপড়, ছবি তোলা, আর একরাশ আনন্দ। কিন্তু তার সঙ্গে আসে একটাই চিন্তা—চুলের হাল ঠিক নেই! চুল পড়ে যাচ্ছে, রুক্ষ লাগছে, আগার দিক ফেটে যাচ্ছে আবার পাতলাও হয়ে যাচ্ছে। তখনই অনেকেই ছুটে যান পার্লারে—কেরাটিন, স্মুদিং বা বোটক্স করাতে। এতে সাময়িক ফল মেলে ঠিকই, কিন্তু কিছুদিন পর আবার সেই একই সমস্যা।কিন্তু সব সময় তো আর এত টাকা খরচ করা সম্ভব নয়, আর সবচেয়ে বড় কথা—এগুলো চুলের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে দিতে পারে।আরও পড়ুন :রোজ শ্যাম্পু করছেন? চুলের জন্য ভালো না ক্ষতিকর জেনে নিনআরও পড়ুন :ভিটামিন সি’র অভাবে শরীরে দেখা দেবে যে তিন সমস্যাবয়স ৩০ পেরোলেই নারীদের যেসব টেস্ট করানো দরকারতাই আসুন, এবারের পূজার আগে একটু ঘরোয়া যত্ন নিই। কম খরচে, কম সময়েই ফিরিয়ে আনুন চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ও...