যুক্তরাজ্যের লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভে অংশ নেন প্রায় দেড় লাখ মানুষ। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৬ পুলিশ সদস্য। বিবিসি এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে। স্থানীয় সময় শনিবার কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে এই কর্মসূচি পালন করা হয়। অভিবাসনবিরোধী এই কর্মসূচির নাম দেওয়া হয় ইউনাইট দা কিংডম। যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যোগ দেন ধনকুবের ইলন মাস্ক। এ সময় যুক্তরাজ্যে সরকার পরিবর্তনের ডাক দেন তিনি। প্রতিবেদন বলছে, মধ্য লন্ডনের হোয়াইট হলে জড়ো হওয়া প্রায় ৫ হাজার বিক্ষোভকারীদের থেকে ডানপন্থী বিক্ষোভকারীদের দূরে রাখার চেষ্টা করে পুলিশ। এরই এক পর্যায়ে সংঘর্ষ হয়। রয়টার্স...