এখন বর্ষাকাল। সময়-অসময়ে বৃষ্টি নামছে। এ সময় হঠাতই ঝমঝম বৃষ্টি শুরু হয়। অনেকেই বৃষ্টি চলাকালে বাইরে থাকেন। এ সময় সবার কাছে ছাতাও থাকে না। বাধ্য হয়ে বৃষ্টিতে ভেজা ছাড়া আর কোনো উপায় থাকে না। ফলে সর্দি-কাশি, জ্বর তো আছেই, সেই সঙ্গে বৃষ্টির পানিতে চুলের অবস্থা খারাপ হয়ে পড়ে। চুল রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে। বৃষ্টিতে ভিজে সঙ্গে সঙ্গেই শ্যাম্পু করা সম্ভব হয় না। ফলে চুল ঝরা, খুশকির সমস্যা আরও বাড়তে থাকে। এমন চুলের জন্য চাই আলাদা যত্ন। বৃষ্টির পানিতে এক ধরনের এসিড থাকে। এ ছাড়া বৃষ্টি শুরুর প্রথম দিকে পানিতে বাতাসের ধুলাময়লা মিশে যায়। এমন পানিতে চুল অনেকক্ষণ ভেজা থাকলে মাথার ত্বক ও চুলের জন্য ক্ষতিকর। মাথায় এক ধরনের স্যাঁতসেঁতে ভাব তৈরি হয়। এক ধরনের ছত্রাকের জন্ম হয়ে পরবর্তী সময়ে...