নতুন দলের নিবন্ধন শেষ করে চলতি মাসেই সবগুলো নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৪ সেপ্টেম্বর) ইসি সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা এ তথ্য জানান। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশন ইতোমধ্যে একাধিক বৈঠক করেছেন। সেসব বৈঠকে দলগুলো তাদের অনেক প্রস্তাব দিয়েছে সেগুলো আমরা আমলে নিয়ে কার্যক্রম পরিচালনা করছি। এছাড়া ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছেন, সেগুলো আমাদের কাছে এসেছে, তাও আমরা আমলে নিয়েছি। এজন্য আমরা চিন্তা করছি, সংলাপ যেদিন থেকে শুরু হবে তার ১০ দিন আগে সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দেব এবং সেখানে লিখিত প্রস্তাব আনার জন্য অনুরোধ করব। ইসির ওই কর্মকর্তা আরও জানান, সংলাপের জন্য সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে আলাদা আলাদা সময় নির্ধারণ করা হবে। এতে সংলাপের শৃঙ্খলা বজায় থাকবে। এদিকে,...