নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ||রাইজিংবিডি.কম চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ২০২৪-২০২৫ অর্থবছরে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয় করেছে। যা এই বিমান বন্দরের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আয়ের রেকর্ড। সর্বশেষ গত ২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব আয় ছিল ২৩৭ কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় এই বছর প্রায় ৩৩ কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে এই বিমানবন্দর। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল রেকর্ড রাজস্ব আয়ের সত্যতা নিশ্চিত করে জানান, বকেয়া রাজস্ব আদায়সহ বিমানবন্দরের সার্বিক ইতিবাচক ব্যবস্থাপনার ফলে চলতি অর্থ বছরে রাজস্ব আয়ে রেকর্ড হয়েছে। এই বছর যে রাজস্ব আয় হয়েছে তা চট্টগ্রাম বিমানবন্দরের ইতিহাসে সর্বোচ্চ। বিমানবন্দরের রেকর্ড থেকে জানা যায়, ২০২৫ সালের জুন পর্যন্ত ৬ মাসে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে ৩ লাখ ৯২ হাজার...