সৌদি আরবে এক সপ্তাহের বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ২১ হাজার ৩৩৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে। আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাঁদের আটক করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি (SPA) এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ৯৫৫ জন আবাসিক আইন ভঙ্গের দায়ে, ৪ হাজার ১৯৮ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের কারণে এবং ৪ হাজার ১৮৬ জন শ্রম আইন ভঙ্গের অভিযোগে ধরা পড়েন। সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, অবৈধভাবে প্রবেশকারী কাউকে আশ্রয় দিলে, পরিবহন সুবিধা দিলে বা সহায়তা করলে তাকে ১ লাখ সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে।...