১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ পিএম ভারতের উত্তর প্রদেশের মথুরায় হিন্দুত্ববাদী দুই আধ্যাত্মিক গুরুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ উঠেছে, দিশার বোন খুশবু পাটানি সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন; সেই ক্ষোভ থেকেই এই গুলি চালানো হয়েছে বলে দাবি। ঘটনার পর পর গোল্ডি ব্রার ও রোহিত গোদারা নামক দুই গ্যাংস্টার সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার দায় স্বীকার করেছেন। যদিও পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে। সম্প্রতি হামলার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রীর বাবা। তিনি জানিয়েছেন, গুলি চলার সময় বাড়িতেই ছিলেন তিনি। তার দাবি, অন্তত ৮–১০ রাউন্ড গুলি চালানো হয়। বাড়ির পোষ্য কুকুর অস্বাভাবিকভাবে ঘেউঘেউ শুরু করলে তিনি সতর্ক হন। বলেন, ‘যদি বাইরে বের...