১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সামগ্রিক শৃঙ্খলা অবনতি, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনসহ বিভিন্ন শিক্ষার্থীকে ভয়ভীতি প্রদর্শন করে অনৈতিক কাজে লিপ্ত করে বিশ্ববিদ্যালয় পাঠদান পরিস্থিতির বিঘ্ন ঘটানো এবং আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর কাজে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে শাস্তির মুখে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) ১৯ জন নেতাকর্মী। এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা: তৌহিদুল ইসলাম রবিবার (১৪ সেপ্টেম্বর ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৭ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৫০ তম রিজেন্ট বোর্ড সভায় এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়।রিজেন্ট বোর্ডের ০৪ আলোচ্য সূচিতে ছিল বিষয়টা। বহিষ্কৃত ১৯ জনের মধ্যে রয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তৎকালীন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকও আছেন।...