ছোটপর্দার মিষ্টি প্রেমের গল্পে দেখা যেত সামিরা খান মাহিকে। কিন্তু এবার তাকে এ কোন রূপে দেখা গেল! রীতিমতো আইটেম গার্ল হিসেবে দর্শকের সামনে হাজির হচ্ছেন এই টিভিতারকা। নতুন এক ধারাবাহিকের আইটেম গানে নাচ করতে দেখা যাবে তাকে। কাঙ্খিত প্রেম ব্যর্থ হয়ে বিরহের আগুনে পুড়ছে এক তরুণী। এমন এক অবস্থার কথা শোনা যাবে মাহির ওই আইটেম গানে। মেগা সিরিয়াল ‘খুশবু’র প্রথম পর্বেই থাকবে ওই আইটেম গান। সেখানে মাহির চরিত্র ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা! জীবনের কঠিন এক মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানামুখী সংগ্রাম ঘিরে নতুন এই মেগা সিরিয়ালের গল্প। সাজ্জাদ সুমনের পরিচালনায় ধারাবাহিক ‘খুশবু’তে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সামিরা খান...