এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচের আর বাকি কয়েক ঘণ্টা সময়। এই ম্যাচ মানে উত্তেজনার পারদ চড়ে যাওয়া, চায়ের কাপে ঝড় ওঠা। আর কিছু হোক না হোক, অন্তত এই ম্যাচটায় জয় চাই, এমন চাওয়া ভারতীয় বা পাকিস্তানিদের অনেকেরই থাকে। তবে এমন ম্যাচের আগে পাক ওপেনার সাইম আইয়ুব জানালেন, ভারতকে হারানো মূল লক্ষ্য নয় পাকিস্তানের। দুবাইয়ে শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও পাকিস্তানের লক্ষ্য কেবল দ্বিপাক্ষিক জয় নয়, পুরো টুর্নামেন্ট জেতা। আসন্ন চ্যালেঞ্জ নিয়ে আইয়ুব জানান, ‘এখন আমার প্রধান লক্ষ্য হলো দলকে জয়ের পথে নেতৃত্ব দেওয়া। ভারত-পাকিস্তান ম্যাচ সমর্থকদের জন্য অনেক বড় ব্যাপার। তবে আমরা সেটা নিজেদের মতো করে দেখি। প্রতিটি খেলোয়াড় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে।’ ভারতের পেসার জাসপ্রিত বুমরাহর বিপক্ষে খেলার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যেকোনো...