এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সহজেই পরাজয় বরণ করে নিয়েছে বাংলাদেশ। বলা যায় শ্রীলঙ্কা একতরফাভাবেই ম্যাচটিতে জয় পেয়েছে। বাংলাদেশের স্মার্ট ক্রিকেট খেলার যে লক্ষ্য ছিল, সেটি দেখা যায়নি। বরং টপ অর্ডারের ব্যাটিং ধস শুরুতেই হারের আভাস দিয়ে দিয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত ৬ উইকেটে হেরেছে লিটনরা। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও বলেছেন, তিনিও ম্যাচের হারটা দেখতে পেয়েছেন পাওয়ার প্লেতেই। ভালো উইকেটে ব্যাটিং ব্যার্থতা তাদের লড়াই থেকে ছিটকে দিয়েছে। লিটন বলেন, ‘আমি মনে করি, পাওয়ারপ্লেতেই আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম। উইকেটটি ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। ১৭০-১৮০ রান করতে পারলে ম্যাচটা একবারে ভিন্নরকম হতো। যদি ভালো উইকেটে আপনি মাত্র ১৪০ রান করেন, তাহলে বোলিং ও ফিল্ডিং ভালো করতে হয়—যা আমরা করতে পারিনি।’ দলের রানের খাতা না খুলতেই বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান...