বাংলাদেশের লক্ষ্য এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া। এমন লক্ষের কথা দেশ ছাড়ার আগে বলেছিলেন লিটন দাস-জাকের আলী অনিকরা। তবে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের হারের পর সেই আত্মবিশ্বাস এখন অনেকটা মিইয়েই যাওয়ার কথা। বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনাই যে এখন অনেক যদি–কিন্তুর সামনে পড়ে গেছে।দ্বিতীয় রাউন্ডে উঠতে এখন দুটি অঙ্ক—পরের ম্যাচ আফগানিস্তানকে হারাও; এরপর শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের হারের প্রার্থনায় বসে যাও। প্রথমটি নিজেদের হাতে থাকলেও পরেরটি নেই বাংলাদেশের হাতে। তবে আশা ছাড়ছেন না জাকের আলী, ‘আশা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ম্যাচ জেতার জন্য খেলব। এই ম্যাচেও আমরা জেতার মানসিকতা নিয়ে এসেছিলাম, হয়নি। পরের ম্যাচেও জেতার মানসিকতা নিয়েই যাব। এ ছাড়া তো আর উপায় নেই।’এরপর তিনি টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা নিয়ে বলেছেন, ‘আমরা তো টুর্নামেন্টে শুধু ম্যাচ খেলতে...